একবার দাঁড়াতে চাই!
=========================@@@


করবে দখিনা বায়ু মৃদু কানাকানি
ছড়ায়ে পুষ্পের ঘ্রাণ মেখে দিতে নিশাচরী ভালে,
হঠাৎ দাঁড়াতে চাই তোমারি বাঁ পাশে
এমনই আবহ যেচে কোন এক নিশুতির কালে।


হয়তো আমায় দেখে সেই সুধাকর
ভীষণ অবাক হবে আঁখি থেকে ক্ষয়ে গেলে শোক,
খুশিতে ডাকতে পারে ডাহুকের ছানা
সহসা নজরে পেয়ে নীরদের অভয়া অলক।


দিবেই জানি গো সাড়া জোনাকির দল
সাজায়ে কাতার ওরা প্রস্ফুটিত মালতীর মতো,
এঁদো ডোবা থেকে তুলে ব্যাঙাচিরা গল
ডাকবে মায়ের সাথে সুরে তালে মেতে অবিরত।


ভেবো না করবো ডেকে ফের জ্বালাতন,
দেখবো ললাট শুধু একবার চেয়ে
তারপর চলে যাবো কার্তিকের স্রোতের মতোন।


বলবো না পিছু ফিরে ডাকলেও নিশি
’কেন হে ও’ বুকে দিলে শেফালির চির অভিমান!
আমি কি বলিনি তারে অতি নিরজনে
ক্ষরণ-ব্যাপন রবে দু’জনাতে সমানে সমান।’


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০২/২০২৩ই।



@বোরহানুল ইসলাম লিটন