একদিন শেষ হবে!
=====================@@@


একদিন শেষ হবে জীবনের খেলা,
হয়তো ভাববে বসে গোধূলির বেলা।
উড়ে যাবে মাছরাঙা ঠোঁটে নিয়ে শোক,
নীরবে ডলবে আঁখি জারুল অশোক।


ডাকলে মায়াবী ছায়ে থেকে থেকে পাখি,
মেলবো না আমি আর ক্ষণকাল আঁখি।
হেরে যাবে চিরতরে চির চেনা ক্ষণ,
বুঝবে না এ’ হৃদয় কে ছিলো আপন।


খুলে যাবে দূরাকাশে মেঘের কপাট,
পড়ে রবে ছেঁড়া শ্বাস শ্যামলা এ’ বাট।
শিমুল পলাশ করে পরমায়ু ক্ষয়,
দিবে না সেদিন আর অযথা অভয়।


উঠেও নদীতে নেচে বিনোদিয়া ঢেউ,
বারেক সে’ নামে আর ডাকবে না কেউ।
ঘাসের ডগায় বসে ফড়িঙের ছানা,
গড়বে খুশি যা ছেনে বেদনার দানা।


শালিকের গালে দেখে অগোছালো পানি,
করবে দখিনা বায়ু মৃদু কানাকানি।
স্বজনের বুকে জাগা বিলাপের তীরে,
ঘুরবে যাপিত স্মৃতি বারে বারে ফিরে।


দাঁড়িয়ে সে’ আছে ভেবে হিজলের ছায়,
খুঁজতে যাবো না শেষ ব্যাকুল মায়ায়।
সবুজ মাঠের দোল ফসলের গীতি,
ভুলে যাবো সুফলা এ’ জননীর প্রীতি।


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন