একটা প্রভাত খুঁজি
====================@@@


একটা প্রভাত খুঁজি,
থাকবে না কেউ যে প্রভাতে নীড়ে
আলস্যে চোখ বুজি।


দরদিয়া গলে গাইবে পাখিরা
বসে বৃক্ষের ডালে,
মাখবে আকাশে সুহাসিনী মেঘ
লজ্জিত আভা ভালে।


অতি সযতনে বাতাস চুমবে
শিউলি ফুলের হাসি,
গো-ছাগ ডাকবে গোয়ালের কোণে
কুক্কুট পাশাপাশি।


ফসলের মাঠ খুশিতে নাচবে
স্নিগ্ধ পরশ পেয়ে,
সুনয়না স্রোত তটিনীর বুকে
সাজবে ষোড়শী মেয়ে।


চারিদিক থেকে তখনি জাগবে
আজানের সুর ধ্বনি,
এ ধরণী দেখে সকলে বুঝবে
কাঁচা স্বর্ণের খনি।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/১১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন