একটি ফুলের হাসি
====================@@@


দাও গো বিধি একটি ফুলের হাসি!
যার ঘ্রাণে সব হিংসা বিভেদ
হবেই পরবাসী।
গাইবে পাখি গীত,
দেখবে গো-ছাগ অবাক চোখে
চৈতি ধুলোর ভিত।


সুজন বেশে পেয়ে মেঘের সাড়া,
থাকবে মেতে মৌসুমী বায়
কাঞ্চা নদীর ধারা।
আশায় বেঁধে প্রাণ,
চষবে মানুষ যার তরেই রোজ
শ্যামল বাটের গান।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/১১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন