ঈদের খুশিতে
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥


এসেছে রোজার ঈদ সাথে নিয়ে খোশ,
আয় করি কোলাকুলি ফেলে ঘাট দোষ।
মাঠে যাই একসাথে পড়িতে নামাজ,
হানা হানি বিদ্বেষ ভুলে যাই আজ।
দোয়া করি এক মনে তুলে দুই হাত,
নিজ খুশি ভাগ করি নেই কুল জাত।
খাবো আজ একপাতে নয় কেহ পর,
তোমা আমা বলে আজ নেই কোন ঘর।


যদি যায় সুখ হাসি হৃদ থেকে হৃদ,
প্রতিদিন ফিরে পাবে ফিতরের ঈদ।
বিধি রবে অন্তরে গড়ে চির বাস,
মাস শেষে উঁকি দিবে রমজান মাস।
ভাই বুকে সমতার হবে জয়োগান,
দুখ ভুলে উচ্ছ্বাসে ভরে যাবে প্রাণ।


(সবার প্রতি রইল পবিত্র ঈদুল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা)


=================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০৫/২০২০ইং।