ফেলুর ফাঁদ (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥


সোনা বুড়ির ঘরটা আজি
জ্বলছে আগুন লেগে,
তাই না শুনে ফেলটু ওঝা
আসলো বায়ুর বেগে।


বিষাদ ছায়ে মুখটা ভরা
একটু থেকেই দূরে,
মন্ত্র পড়ে পুটলি হাতে
মারলো সেথায় ছুঁড়ে।


আমজনতা ভাবলো মনে
যাবেই আগুন নিভে,
সুনাম গুণে ফেলু ওঝার
জোর আছে বেশ জিভে।


দেখলো মজা দাঁড়িয়ে থেকে
ঘরটা যখন ছাই,
শ্বাসটা ছেড়ে বললো সবে
আর তো উপায় নাই।


ভস্ম গুলি টানলো সবে
সঙ্গে রেখেই ফেলু,
বেড়িয়ে এলো পুটলি পোড়া
ভিতরে ক’খান আলু।


==============৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০৪/২০২০ইং।