ফটকাবাজির জের
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

মটকা বুড়ো কাঁদছে বসে
বুদ্ধ পেয়ে টের,
বললো ডেকে কোন কারণে
গড়ছো দুখের ঘের?
ক্ষণ কি আছে ঢের?
বেল গড়ে তো নামছে পাটে
আসবে কি তা ফের?

বললো বুড়ো পুণ্য পাপের
করতে হিসাব বের,
মান রেখাতে মিলছে হারে
কাঁচ্চাতে তা সের!
আজ পেয়ে তাই টের,
শেষ বেলা মন টানছে বসে
ফটকাবাজির জের।

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/১১/২০২০ইং।