গালি
====================@@@


অনেক লোকই অন্যকে দেয়
পশু বলে গালি,
ক্যামনে তাদের বলি,
নয় কি তোরা মদক বেচা
ঠগ সে কদম আলী?


কয়টা পশু পশুর পথে
চুপটি পাতে ফাঁদ,
বলতো সোনার চাঁদ?
কোন পশু তার বক্ষে রাখে
চৌদ্দ আনা খাদ?


বেশ ক’ পশুর হিংস্র স্বভাব
সে তো সবার জানা।
বল কে কে তার কানা?
গ্রাস করে যে লোভ লালসায়
আপন জাতির ছানা?


এখন বসে এই ক’টা বাক
হৃদের কলে ভান!
ফেললি লুডোর দান!
ভাবলি না ওই গাল দিলে তোর
কোথায় লুকায় মান??


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন