গেছিলাম সেথা!
পেলাম না কিছু রূপে কাউকেই,
আছে যদি ঘাস -
গাত্র দেখে মনে হয় বুঝি ওরা ক্ষোভে
শরতে হিমের ঝরা বুক থেকে বাঞ্ছা হারা শ্বাস।

কলমির স্নিগ্ধ রোদ কাদা খেকো বায়ু
হয়তো বিদায় বেলা দিয়ে গেছে বকুলেরে শোক,
নেই বেঁচে-
বেঁচে নেই রাগিণীর যাচিত সে' আড়ে
মেঘের অলক।

হেঁটে গেলো বেলা,
বাঁশরির অবহেলা বুকে লয়ে দিগন্তের পথে -
কখনো কি ফিরবে অশ্বথে?

শস্যের পাঁজরে রয়ে ক্ষণকাল খুব একা বসে
না পেয়ে সে' ফড়িঙের ঝাঁক,
বলে মন - গোধূলির পাখি ও আঁখির
মাঝে আজ যোজন ফারাক।