ঘাড় ব্যাঁকা যুগে!
=========================@@@


কাব্য চষা নয় কি কঠিন যুগ হলে ঘাড় ব্যাঁকা?
লিখলে কালের প্রেম শায়েরী কয় খেয়েছে ছ্যাঁকা!
দুখীর কথা আনলে তুলে
গায় যদি কেউ লজ্জা ভুলে
’ও কবি আজ ক্যামনে হলো ভাবনা তোমার চ্যাকা!’
কাব্য চষা নয় কি কঠিন যুগ হলে ঘাড় ব্যাঁকা?


লিখলে ভেবে দেশের কথা সত্য দ্রোহের বাণী,
ওরাই বলে ‘মরবে রে সব টানতে জেলের ঘানি!’
থাকলে ভাষায় মানবতা
কেউ বলে ঠিক কেউ অযথা
রম্য পড়েও কেউ বা আবার ভাবলে সবই ন্যাকা!
কাব্য চষা নয় কি কঠিন যুগ হলে ঘাড় ব্যাঁকা?


তাই বলে কি কাব্য রবে
শুধুই বসে দেলে?
যাক না ওরা নগ্ন আশায়
ইচ্ছে মতো খেলে!
কালের বুকে কবিই তবু
অমোঘ আশা ঢেলে,
রাখবে মশাল জ্বেলে -- জেগে
রাখবে মশাল জ্বেলে!!!


ব্যাঁকা> বাঁকা, চ্যাকা> চ্যাপ্টা।
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৯/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন