ঘুমালে কি সুরবালা!
====================@@@


আমাকেই ভেবে গাঁথবে না বলে
তৃষিত কথার মালা,
ঘুমালে কি সুরবালা!


কুলু কুলু রবে এঁকে বেঁকে চলা
তটিনীর কোন কূলে,
আমি চেয়েছিনু রবো দু’জনাতে
পুষ্পের মতো ঝুলে।
অন্তরে রচে বনানীর প্রীতি
শুনলে না তব পাপিয়ার গীতি
ডানা ঝাপটায়ে ডাহুকেরা আজ
চিন্তন করে ফালা -
ঘুমালে কি সুরবালা!


নীরব নিশীথে আপনাকে ক্ষয়ে
জ্যোৎস্নারা করে ধুম,
আমি কি গো পারি ক্ষণিক ঢুলতে
অক্ষিতে যেচে ঘুম!
যদি ভাবি যাবো শ্যামলা সে’ ঢালে
হুতোম যে ডাকে খড় হারা চালে
মৃদু সমীরণ কানাকানি করে
বাড়াতে বুকের জ্বালা -
ঘুমালে কি সুরবালা!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০১/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন