গোধূলির বেলা
============================@@@


বহুদূর চলে গেছে গোধূলির বেলা,
কে জানে কি অভিমানে! পাকুড়ের বুকে রেখে শ্বাস,
শুনেছি সেদিন সাদা বলাকার কাছে
অচেনা সিন্ধুর এক তীরে নাকি গড়েছে আবাস।


বিক্ষুব্ধ মাতাল ঢেউ গুণে সারাদিন
যেটুকু সঞ্চয় করে সুধা-সুর তৃষাতুর গলে,
ঢালতে তেরছা জ্যোতি হেললেই সূর
জানে না কেনেই সব ক্ষয়ে যায় ক্ষ্যাপা লোনাজলে।


বলাকা অনেক কিছু বলে গেছে আরও,
সিন্ধুর গর্জনে নিতি কাঁপে নাকি দ্বারও।


হঠাৎই সন্ধ্যার পায় নাতিদূরে দেখা
মাটির পিদিম তার চির হারা কেরোসিন তেল,
যা ছিলো নক্ষত্ররাজি আশমানে জেগে
সকলি নেমেছে ঝরে যেন ওরা বিফলা বাবেল।


যখন নিশির ভুসা হয়ে বেপরোয়া
সম্ভ্রম হরণ করে শিশিরের নিশুতির শিরে,
আপনাকে পায় না সে আপনার নীড়ে।


============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
30/03/2024ইং।



@বোরহানুল ইসলাম লিটন