গ্রামের প্রাণ
[email protected]@@
গরীবের ছেলে ভোলানাথ ভোলা সহজ সরল প্রাণ,
দিনমান তার খুঁটিনাটি চলা বাড়াতে গ্রামের মান।
খুশিতে সে করে বৃক্ষ রোপণ পরের জমিন খুঁড়ি,
অন্তরে আশা গৃহগুলি হবে পাখির স্বপ্নপুরি।
পর মঙ্গলে যেচে করে কাম নেয় নাকো চেয়ে টাকা,
না দিলেও কেউ হাসি তবু তার স্বর্ণের মতো পাকা।
চলার আধারে সাফ করে পথ রাখতে তা পরিপাটি,
গর্ত দেখলে পারে না সে যেতে না দিয়ে দু’ডালি মাটি।
খুব মনে আশা খেলোয়াড় হবে একদিন বড় বেশ,
ফুটবল মাঠে রোজ গড়ে তাই বাহবার সমাবেশ।
এগাঁও ওগাঁও খেলতে সে যায় ডাক দিলে কভু কেউ,
যাদুর ছোঁয়ায় এনে দেয় তারে সুনামের যতো ঢেউ।
সকলেই বলে হতো যদি ভোলা ধনিনীর সন্তান,
একদিন তার ভাঁড়ারে জমতো গগনচুম্বী মান।
সেদিন অচেনা ভদ্রের বাবু পেয়ে তার পরিচয়,
সুধালো ভোলা রে যাবি মোর সাথে করবি শহর জয়?
অজানা আশায় বুকখানি তার খুশিতে উঠলো ভরে,
সাড়া দিলো সাথে দু’ফোঁটা অশ্রু মুক্তোর মতো ঝরে।
সকলে বললো ভাবিস নে ভোলা বিশ্বাস রাখ মাথে,
আল্লার দ্বারে খয়রাত দিমু দোয়া রবে তোর সাথে!
খেলবি যখন বড় বড় মাঠে বাঞ্ছা মননে পুষি,
দুনিয়াতে আর কে হবে বলতো আমাদের মতো খুশি?
ভোলা শেষে তাই শহরেই গেলো মুছে অস্ফুট ঘাম,
সকলে দিলেও খুশিতে বিদায় নীরবে কাঁদলো গ্রাম।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/১০/২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
ভোলার নিঃস্বার্থ জীবনে অপূর্ব বিবরণ...পড়ে দারুণভাবে ছুঁয়ে গেলো মন।
ভালো থাকুন প্রিয় কবি।অফুরন্ত শুভেচ্ছা রইল।
কবিতাটি শেষ হয়েও হলো না শেষ এমনটাই মনে হলো। নিবেদিত প্রাণের এমন ব্যক্তিত্ব এখন প্রায় অমিল। অনেক প্রেরণার কবিতা! ভাল লাগলো। অশেষ শুভকামনা সম্মানিত কবির জন্য।
আহ্ আমার গ্রামের আকর্ষণের বিশুদ্ধ প্রাণ!
নিয়ত শুভকামনা রইলো প্রিয় কবি।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
খুব সুন্দর ভাবনার কাব্য।
সত্যি বলতে কি এমন ভোলা গ্রামে আজো বিরল নয়, কিন্তু এখানেই
ভাগ্য মানার ব্যাপার, সকলের সুযোগ আসে না। লেখাপড়া খেলাধুলায়
বহু প্রতিভা হারিয়ে যায় কেবল সুযোগের অভাবে।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
জীবনমুখী মানবতাবাদী চমৎকার ছন্দোবদ্ধ কবিতা ।শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
ভারী সুন্দর!
অনিন্দ্য সুন্দর উপস্থাপন। ভালোবাসা নিতে পারেন।
মানবতাবাদী চমৎকা অনুভূতির অনুপম নিবেদন।ভীষণ ভালো লাগলো।অনন্ত শুভেচ্ছা জানাই কবি। ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়।।
অতুলনীয় প্রকাশ
এমন ভোলানাথ যেন বাংলাদেশের প্রতিটি গ্রামে থাকে...
গ্রামের সহজ সরল ভোলানাথের বীরত্বগাথায় মন ছুঁয়ে গেল।। অসাধারণ প্রকাশ।। এমন সুন্দর কবিতায় মুগ্ধ।। অনন্ত হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় শ্রদ্ধেয় বরেণ্য কবি ভাল থাকবেন সুস্থ থাকবেন সব সময়।।
খুব ভাল লাগল প্রকাশ ।শুভেচ্ছা কবিকে বারোমাস ।
মেধাবীর মেধা পায় যদি যত্ন
একদিন নিশ্চয় হয়ে উঠে রত্ন।
দেশ জাতি করে তাকে নিয়ে গর্ব
সেই হয় শুভাকাঙ্খীর প্রিয়জন-সর্ব।
ভারী সুন্দর কবিতায় মুগ্ধ হলাম,
অনেক-অনেক শুভ কামনা
রইল প্রিয় কবি।
কবি অসাধারণ লিখেছেন পাঠে মুগ্ধতা রাখিলাম ধন্যবাদ জানিয়ে গেলাম।
মন ছুঁয়ে যাওয়া গ্রামের বিরহ
ভোলানাথ সত্যিই অন্যতম কেহ।
সুন্দর ছন্দ ও মন ছুঁয়ে যাওয়া অসাধারণ মানবিক ভাবনার কাব্যিক প্রণয়ন।
হার্দিক ভালোবাসা ও শুভকামনা জানাই ভালো এবং সুস্থ থাকুন সবসময়।
মানবতাবাদী , জীবনমুখী সুন্দর কাব্য , ভোলানাথকে নিয়ে , "গ্রামের প্রাণ" , মুগ্ধ ।
প্রিয়কবিকে শুভকামনা, অভিনন্দন জানাই, ভাল থাকুন সদা ।
দারুন সুন্দর ভোলার কাহিনী। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
মাত্রাবৃত্ত ছন্দে অসাধারণ মানবতাবাদি কাহিনী কাব্য! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! আন্তরিক অভিনন্দন ও শারদ শুভেচ্ছা জানাই।
গ্রামের এক সহজ সরল কিন্তু কর্মঠ যুবককে নিয়ে দারুণ আবেগময় জীবনমুখ উপলব্ধির বিবিধ কবিতা, ভাল লাগলো, শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অসাধারণ ,অসাধারণ কবিতা। অবিরাম ভাল বাসা থাকল।