গ্রীষ্মের এক দুপুরে (শিশুতোষ)
====================@@@
ভর দুপুরে জীম ছুঁড়ে এক
চুপটি গাছে ঢিল,
ভাবছে কোথায় আম গোটা দুই!
সজাগ রেখে দিল।
হঠাৎ শুনে জেঠার গলা
খুলছে ঘরের দোর,
করবে কি ভাই বলতে পারো?
নামলো চোখে ঘোর।
গল ছেড়ে যেই হাঁকলো কে রে
মুখটা দেখি বাপ!
আর কে থাকে? দৌড়ে দিলো
গাঙের জলে ঝাঁপ।
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৭/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
তবে গল ছেড়ে >গলা ছেড়ে হবে ভাই। টাইপ মিস্টেক হয়েছে।
ভালো থেকো সব সময় আর লিখো। অনেক স্নেহ আর শুভকামনা রইল দিদির।
এই দুস্টুমি অনেক করেছি।আর মায়ের হাতে মার খেয়েছি আন লিমিটেড।
অনবদ্য কাব্য
শুভকামনা,শুভেচ্ছা নিরন্তর কবি।
শুভবৈকাল, শুভকামনা, অশেষ শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
সেই হারিয়ে যাওয়া দিন, কত পুরোনো ছবি !
খুব সুন্দর ছড়া। ভালোলাগলো খুব। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
চমৎকার লিখেছেন সম্মানিত কবি পিছনের কথা সামনে এলো।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল।