গ্রীষ্মের এক দুপুরে (শিশুতোষ)
====================@@@


ভর দুপুরে জীম ছুঁড়ে এক
চুপটি গাছে ঢিল,
ভাবছে কোথায় আম গোটা দুই!
সজাগ রেখে দিল।


হঠাৎ শুনে জেঠার গলা
খুলছে ঘরের দোর,
করবে কি ভাই বলতে পারো?
নামলো চোখে ঘোর।


গল ছেড়ে যেই হাঁকলো কে রে
মুখটা দেখি বাপ!
আর কে থাকে? দৌড়ে দিলো
গাঙের জলে ঝাঁপ।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৭/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন