গুড় নদী
[email protected]@@
ছোট্ট মোদের গুড় নদী ভাই
বয় সে শীতল পানি,
পাড় দু’টি তার খেলায় দানে
সবুজ গাছের ছানি।
সারা বছর রূপ দেখে হাঁস
মৎস্য করে খেলা,
ঢাল বেয়ে গায় হরেক ফসল
দোলায় গড়ে মেলা।
রঙিলা নাও দর যেচে দেয়
বর্ষা কালে আসি,
ভুল করে না রুক্ষ খরাও
দেখতে তার ওই হাসি।
গঞ্জ গ্রাম আর হাট বুঝি তাই
এক কাতারে স্মরে,
মান দিতে তার চষছে প্রীতি
মন মানুষের দোরে।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৪/০৫/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
প্রকৃতির কাব্যকথার অনবদ্য উপস্থাপন। অশেষ শুভকামনা রইল।
প্রেমের- অপূর্ব কথা ,কাব্য, "গুড় নদী" ।
মনোমুগ্ধকর সুন্দর কাব্য , মুগ্ধ ।
হার্দিক শুভেচ্ছা প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
নদীর ধারা পাগল পারা মিষ্টি মধুর নাম,
সকলে তাই পেরিয়ে যাই আমার সোনার গ্রাম।
ভালো থাকুন। শুভকামনা।
"এমন ধারা নদীর পারা ধরেছে গ্রামের হাল ,
মন চঞ্চল করে যে পাগল নদীর পাড়ের পাল !"
মন ছুঁয়ে যাওয়া কাব্য ! প্রিয় কবিকে একরাশ
শুভেচ্ছা রইলো !
ভালো থাকুন !
এমন সুখদায়ক প্রকৃতিই আমাদের সহচর।
তাই তো আমরা বলি, বাংলা আমার
ভালোবাসা, তাকেই ভালোবাসি।
ভারী সুন্দর কাব্যিকতা
হৃদয় ছুঁয়ে গেল।
অনেক শুভ কামনা রইল প্রিয় কবি।
দারুণ আবেগঘন প্রকৃতি ও প্রেমের বিবিধ কবিতা
ভাল লাগলো ; শুভকামনা রইল।
অসাধারণ প্রকৃতি প্রেমের অনবদ্য ছান্দসিক কবিতা মুগ্ধতা ছড়ানো অনুভূতি জাগে মনে প্রিয় কবি। ভালো লাগলো বেশ। অফুরন্ত শুভকামনা।
দারুণ স্মৃতিময় প্রকাশ ।শুভেচ্ছা কবিকে বারোমাস ।
খুব সুন্দর অভিভূত অনুভূতির প্রকাশ! ভালো লাগলো পড়ে। ভালো থাকুন সুস্থ থাকুন অনেক লিখুন অনেক শুভেচ্ছা প্রিয় কবিজী।
অসাধারণ একটি প্রকৃতির সাথে বিরহে কবিতা
উপস্হাপনা করে গেলেন প্রিয় কবি।
অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল।
চিরায়ত নদ নদী পাখপাখালী আমাদের কাব্যের প্রধান উপজীব্য। তেমনি এক স্মৃতিমুগ্ধ নদী নিয়ে ছড়ায় ছন্দে সুন্দরতম নিবেদন!