গুড় নদীর ধারা
=====================@@@


এই যে ছোট গুড় নদীটি
চলছে বেয়ে ছন্দে বেঁকে,
হাসছে দু’পাড় গাছ-গাছালি
স্বচ্ছ জলে বদন এঁকে।


এ’ ঘাট ও’ ঘাট বুনছে মায়া
নৌকা দুলে সারি সারি,
দল বেঁধে হাঁস ডাকছে ভেসে
রুখে পানার খবরদারি।


নাচছে ফসল শ্যামল ঢালে
নুপুর পরে চপল পায়ে,
পরম সুখে ঢুলছে গো-ছাগ
জাবর কেটে শীতল ছায়ে।


গেয়েই মাতাল হরেক পাখি
ওষ্ঠে মেখে ফলের জ্যোতি,
মাছরাঙা আর পানকৌড়িটার
দৃষ্টি তবে জেলের প্রতি।


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৪/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন