গুরুর জবাব
=====================@@@


বার ছ সাতেক আঘাত পেয়ে
জিজ্ঞাসিলো শিষ্য,
ওপার যেতে শেষ অবধি
সইতে হবে আর কতো এ দৃশ্য?


বললো ভেবে গুরু -
করলে চলা শুরু
হয় কি রে কাট-ছাঁট!
হোক যেভাবে যা পেরোবি বাট,
হয়তো বা আধ স্বচ্ছ পাবি
বাদ বাকী আঁটসাঁট -
তারপরেই পারঘাট।


চলতি কালে বিবেক হলে তাজী,
দেখবি চেয়ে সামনে বসে
খেয়া ঘাটের মাঝি।
আর সে হলে কুঁড়ে -
থাকলে বসেও উষ্টা খাবি
নৌকা রবে দূরে।


উষ্টা খাওয়া> হোঁচট খাওয়া অর্থে।
=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০২/২০২৪ইং।



@বোরহানুল ইসলাম লিটন