হাফ বোকামির গাড়ি
======================@@@


নিত্য নতুন শীষ দেখে বিশ
ভাবলো বোকা চাষী,
এমনি করে বাড়লে তো রোজ
ফলন হবে আশি!
রুখবে কে এই হাসি?


মূল না চিনে খুশির ঠ্যালায়
আর কি দিলো পানি!
চললো বলে এ’ গাঁও ও’ গাঁও
হাউ ফানি! হাউ ফানি!
টানছে তখন ফুল পাতা ধড়
নষ্ট তিলের ঘানি।
হায় এ কি মানহানি!


কাল করে ক্ষয় ক্লান্ত রথে
ফিরলো যবে বাড়ি,
ভূঁই তো র’লো আগের মতোই
’কই ফসলের সারি?’
বুঝলো গেছে সব নিয়ে তার
হাফ বোকামির গাড়ি!


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০৪/২০২৩ইং।




@বোরহানুল ইসলাম লিটন