হারানো দিন
বোরহানুল ইসলাম লিটন


কোথায় গেলো দিনগুলি সেই
কোথায় সেই শৈশব?
দুরন্তপনায় থাকতাম মেতে
ডিঙিয়ে যত বাঁধা সব।


বিকেল বেলা খেলতে যেতাম
ফিরতে হতো সাঁঝ,
মায়ের বকুনি বাবার শাসন
পরছে মনে আজ।


মেলায় যাবো মায়ের কাছে
করেছি কত বায়না,
দশ টাকা বের করে বলতো
এই তো বেশি আর না।


দল বেঁধে মাছ ধরতে যেতাম
ফিরতে হতো দেরি,
রাগ করে মা বলতো তখন
তোর সাথে মোর আড়ি।


ঈদের দিনে নতুন জামায়
খুশিতে ভাই বোনে,
জড়িয়ে ধরার স্মৃতি টুকু কেন
উঠছে ভেসে মনে?


দিনগুলি সব হারিয়ে গেছে
আসবে না আর ফিরে,
তবুও কেন দিচ্ছে উঁকি
থেকে শত স্মৃতির ভিড়ে।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০১/২০২০ইং।