হারিয়ে গেলো অনেক বছর
==========================@@@


দুলেনি সতেজ ঘাস মৃদুলা বাতাসে
কেনেই বা ভুলেছিলো ফড়িঙেরা শালিকের মায়া,
ব্যাকুলে র’লেও রবি হিজলের ঘাড়ে
চেনা সে’ বদনে তার জেগে ছিলো বিষাদের ছায়া।


সাজায়ে মেঘেরা ভেলা থেকে পাশাপাশি
করেনি আশায় ওরা পথ চেয়ে মৃদু কানাকানি,
আকাশে দেখেও সাদা বলাকার সারি
উতলা বুকের নাচ রুখেছিলো যমুনার পানি।


কখনও দেখিনি ক’টা হংসের দল
ছেড়েছে শ্যামলা ঢাল অকারণে গোধূলির আগে,
কিংবা ভুলেছে হাসি স্নাত ঘাসফুল
জীবনের সার ভেবে মূল্যহীন ক্ষীণ অনুরাগে।


এমনই বিকেলে সে যে এসেছিলো হেঁটে
বসেছিলো ক্ষণকাল পাশে,
অনেক কথা-ই তার জমা ছিলো বুকে
বলেনি আমায় তবু বুঝেছিনু ভারি ভারি শ্বাসে।


আবার আসবে বলে দিয়েছিলো কথা
বিদায়ে আমার গায়ে দেখেছিলো ছুঁয়ে ছুঁয়ে জ্বর,
বারেক আসেনি আর তারপর ফিরে
ভেবেই হারিয়ে গেলো মাঝে আজ অনেক বছর।


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০৪/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন