হাসির ভূমেই বসত সবার
দ্যাখো মেলে চোখ,
হাসির চাপে চ্যাপ্টা ভোঁতা
বাড়ন্ত যা শোক!
বাঁশ বাগানের চাঁদের হাসি
হয় কি কভু ম্লান?
মা বা বাবার হাসি মানেই
আস্থা অনির্বাণ।
ঘর দুয়ারের যুগল হাসি
মন্ত্র যাদুর খেল,
থাক যে রূপে সুহৃদ সে-তো
হাস্যময় বিকেল।
স্বজন-বাঁধন লহুর হাসি
উপযোগের দর,
পায়নি কে ভাই সিঁধেল হাসির
দক্ষ কারিগর?
হাসেই ধী দম চারিদিকে
মুচকি হা হা ফিক,
কেউ হাসে না কারণ বিনে
এটা কিন্তু ঠিক।