হাসো ও ভাই!
======================@@@


হাসো ও ভাই কেনো রাখো
মুখটা অমন ভার?
ডাল তাতে কি হেসেই করো
তিন বেলা আহার!
মুচকি হেসে নিদ করো ত্যাগ
আজান এলে কানে!
ডাঁশা হাসির রঙ মেখে দাও
নিত্য কাজের মানে!


জাপটে ধরো ম্লান না ভেবে
বাঁচতে যে খায় মুড়ি!
হাসির ধারেই যতন করো
হোক মা যতোই বুড়ি!
ভাগ করে যাও নিজের হাসি
গর্বে সবার সুখে!
দাও তো সালাম হাসতে হাসতে
মেঘ জমে যার মুখে!


চলার পথে ঝরুক না ঘাম
ছড়াও হাসির আলো!
ঠোঁট দু’টি হোক পরের তরে
নাশতে ব্যথার কালো!
লাল রেখো গাল বইতে অতল
সখ্য প্রীতির নদী!
জল যা লুকাও হাসির আড়ে
উত্থলে চোখে যদি!


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০৮/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন