হাসতে আছে মানা (ব্যঙ্গ)
====================@@@


হাসতে আছে মানা, ও ভাই
হাসতে আছে মানা!
অন্ধ বিলায় জ্ঞানের আলো
বিজ্ঞ খুঁজে খানা -
তবু) হাসতে আছে মানা!


কয় ভুগে যে কঠিন শোকে
’দিছেন আমার রব!’
সেই দেখে কয় পরের বিপদ
’আল্লার এ গজব!’
যার দু’চোখে পোক্ত ছানি
গর্বে সে গায় ‘নয় কে কানি!’
রোগের ভয়ে সৎ ওঝা খায়
বকনা গরুর চানা -
তবু) হাসতে আছে মানা!


পার হয়ে যে দম্ভে মারে
খেয়া ঘাটের কড়ি,
সেই দেখে কয় সাধুর ঝোলা
’ভীষণ লাজে মরি!’
চিনলো যা যে চিতা কবর
দেয় সে খোদার নিগূঢ় খবর
পেট কেটে মা’র দিব্য জ্ঞানী
যাচে মাকড় ছানা -
তবু) হাসতে আছে মানা!


চানা> চনা> মূত্র।
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন