হায়াসিন্থ
=========================@@@

গভীর নিশীথে ঝরে ধড়ফড়ে দু’চোখের জল
ডাকলেই ছেঁড়া প্রীতি,
হারানো দিনের কথা জানি তোর কাছে
শুধুই বেসুরো আজ তাল হারা শকুনের গীতি।
কেনেই হবে না বল
চিত্তের চাওয়া যে তোর অসীম বৈভব,
অথচ ছিলাম পাশে কতো বোকা আমি
বাঁধনের বুকে সেচে হা-ভাতের ভীরু কলরব।
আঘাত করলি তাই,
দ্বিধাহীনে না ভেবেই থাকতেও পারে জেগে
ঘর্মাক্ত ও’ বুকে চির মহান যে দয়াময় সাঁই।

হঠাৎই হয়তো আমি দূরে যাবো চলে
নিভৃতেই ক্ষয়ে যাবে মূল্যহীন কায়া,
খুঁজবি না জানি ছায়া,
তবুও এ আশা যাবো চরাচরে রেখে
আজীবন পুষে থাকি যদি এক বৃন্ত,
করবিই আফসোস হোক অবশেষে ঝোরে আঁখি জল
তা থেকে জন্মালে লাখো লাল ও বেগুনি হায়াসিন্থ!

=========================@@@
পাঁচুুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০৯/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন