হেমন্তের গান (মজাক্ষরা -৬)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


ডোবা থেকে
ডালি ভরে
তুলে এনে
বারে বারে কাদা মাটি,
              উঠোনটা
              আজ করে
              দিন শেষে
              সযতনে পরিপাটি।


চারদিকে
নব সাজে
ঘর দোরে
চলে দেখে ধুম ধাম,
             উঠোনের
             কোণে বসে
             গেদা জপে
             সুরে সুরে বিধি নাম।


খুকি শুনে
বলে ওমা
বাবা কেন
খুশি মনে  গায় গান?
             মাতা বলে
             শুনিস নি
             মাঠে নাকি
             পেকে গেছে সব ধান!


( অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় কবি মুহাম্মদ মনিরুজ্জামান-এর
মজাক্ষরা ছন্দে আকৃষ্ট হয়ে এই ক্ষুদ্র প্রচেষ্টা)


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/১০/২০২০ইং।