হিংসার পরিণতি
বোরহানুল ইসলাম লিটন


মহিষ টা মাঠের পরে
শুয়ে গাছের পাশে,
হালকা রোদে আরাম পেয়ে
চোখে ঘুম চলে আসে।
কিভাবে যেন এক মাছির কানে
গেলো সে খবর,
উড়ে এসে বসল মহিষ টার
পিঠের উপর।
চারদিক টা তাকিয়ে দেখে
কেউ নেই আশে পাশে,
ভাবে মনের সুখে এই সুযোগে
রক্ত খাব চুষে।
আরেকটা মাছি উড়ে এসে
রেগে উঠলো তেড়ে,
বলে আমার জায়গায় বসে আছিস
তুই বেটা কে রে?
সপ্তাহ দুয়েক থেকে ওটা
আছে মোর দখল,
এখনি পালা নইলে কিন্তু
ভালো হবে না ফল।
দুজনার মধ্যে শুরু হলো
চরম ঝগড়াঝাঁটি,
রক্ত খাওয়ার আশা গেল
পুরোটা ই হয়ে মাটি।
মারামারি লাগলো শেষে
কেউ না মেনে হার,
উড়ে উঠে আবার পড়ে
মহিষ টার পিঠের উপর।
সুরসুরিটা পেয়ে মহিষের
ভেঙ্গে গেলো ঘুম,
বলে ‍ছোটাচ্ছি বেটা এবার তোদের
রক্ত খাওয়ার ধুম।
লেজ উচিয়ে কশিয়ে জোরে
মারল একটা বাড়ি,
নিচে পড়ে মাছে দুটো
খাচ্ছে গড়াগড়ি।
বলে প্রাণটা বুঝি বেড়িয়ে যাবে
থাকলো না আর গতি,
মিলে মিশে থাকলে হতো না
এমন পরিণতি।


প্রকাশকাল
১৮/১২/২০১৯ইং।