হতাম কবি তবু!
===================@@@
আড়াল থেকেই হোক না ছোট
হতাম কবি তবু!
বলতো যদি কাছে এসে
একটুখানি ভালোবেসে
কুঞ্জবনের জবু,
তুই রে আমার সত্যি নাগর হবু!
না-ও হলে সাল চৌদ্দ গেলো
ঘুরতে পিছে তার!
দেখে চোখের ব্যাকুল আশা
বুঝলো কি সে মনের ভাষা!
বক্র আজও ঘাড়,
হয়তো ভাবে উটকো এ আবদার!
মনের কোণে না আঁকলে সে ছবি,
কও তো কে ভাই হতে পারে কবি?
===================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৫/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
তাইতো দেখি কবির গল্প শুনেই হয় অল্পে সে কাবু !"
বাহ্ খুব সুন্দর উপস্থাপনা ! প্রিয় কবিকে অনন্ত শুভেচ্ছা জানাই !
ভালো থাকুন !
সুন্দর মানবতবাদী কাব্যসুধা।
যা পড়ে বিমুগ্ধ হলাম
প্রিয় কবি।
অনেক-অনেক শুভ কামনা রইল।
অসাধারণ!
প্রিয়কবিকে শুভেচ্ছা জানাই , ভাল থাকুন সদা ।