হয়তো বুঝে না কাল
=========================@@@


ক্ষুব্ধ সাগরের পাশে অবেলায় একা
অনন্ত ক্লাশের রুমে, ব্লাকবোর্ডে ভাবি এঁকে রেখা -
শখের মেলার তরে কবে হবে ছুটি?
সবাইকে ফাঁকি দিয়ে
বেড়াবো গোপনে গিয়ে
মায়াবী শ্যামল বাটে বেঁধে দোঁহে শালিকের জুটি?


হয়তো বুঝে না কাল বেদনা এহেন,
ঊর্মির মথনে কেন রোজ উঠে বেড়ে
নির্জন আহত তটে ক্ষণে ক্ষণে ব্যথিত সফেন!


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/০৪/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন