হয়তো! ও সময়ের বল (অনু)
==========================@@@


(১) হয়তো!


নক্ষত্রের আলো নামে পৃথিবীর দেহে
পৃথিবীর ছায়া যদি অনুরূপ যেতো ওই দেশে,
হয়তো কারোর বুক অগোছালো পেয়ে
কার্তিকের বেনোজল ঘুরতো না ক্ষণকাল এসে!


(২) সময়ের বল


হাজার বছর আমি করলাম গত
পৃথিবীর এই বুকে
পেয়েছে কে এতো আয়ু?
একশত বছরই তো না ফুরাতে ভুলে
নিজেরে দখিনা বায়ু!


অবেলা ফের এ’ প্রাণ
খুঁজে ফিরে তার গান
যে গাইতো রোজই হাজার বছর আগে,
মিটে না তিয়াসা হেরে যায় তল
চক্রহারে বাড়ে সময়ের বল
তবু কি ফিরে সে চেনা মেঠো পথে!
হয়তো পারে না ও’ হৃদয় বলে বাঁধা খুবই অনুরাগে।


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন