হৃদয়ের ছায়া
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


নিগূঢ় মননে দেখি অপলকে চেয়ে
মায়ার বাঁধনে গড়া ভব সংসার,
পরহিতে কেউ চলে অকাতরে ধেয়ে
ছলে-বলে কেউ শুধু পেতে খুঁজে দ্বার।


জন্মে পথের ধারে অপরের হিতে
গরবে বৃক্ষ সাজে প্রকৃতির ছাতা,
কতো যে ক্লান্ত শ্বাস পথিকের হরে
তবু কেউ ভাঙে ডাল ছিঁড়ে কেউ পাতা।


প্রতিটি ভুবনে আছে এমন রতন
ঘামের প্রবাহে টানে সংসার ঘানি,
না পেয়েও বেলা শেষে একটু যতন
বিদায়ে ফেলে না তবু আফসোসে পানি।


তবুও নিশীথে সবে জ্যোৎস্নাতে খুশি,
দিবসে ক’জনা রাখে হৃদয়ে তা পুষি!!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০২/২০২১ইং।