হুশিয়ার হে কাণ্ডারী!
=====================@@@


বেঁধেছে হিঙ্গুল মেঘ বাসা এ’ মননে
হেরেছে স্বপ্নের চেনা জ্যোতি,
দুখের দহনে মন করেছে স্বীকার
ম্লান পেয়ারার কাছে নতি।


কি ছিলো আমার ভুল ভাবি অবেলায়
নিথুয়া পাথারে একা রয়ে,
দেয় না জবাব কিছু ক্লেশিত সফেন
উড়ে যায় আপনারে ক্ষয়ে।


অকালে দিনের শেষে নেমে আসে রাতি
স্মৃতিগুলো করে আহাজারি,
শুনে তা নক্ষত্র জেগে নীলিমার বুকে
হাঁকে ‘হুশিয়ার হে কাণ্ডারী!’


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন