ইল্লীয়্যীনের বাসি (অণু)
[email protected]@@
হয় যদি কেউ
অমোঘ আশা চষে,
জ্ঞান সাধনে
আপন পাপের নাশী,
কালের ঘাতে
পড়লেও সে খসে,
দম হবে তার
ইল্লীয়্যীনের বাসি।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/০৯/২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
মনোমুগ্ধকর কাব্য ভাবনা প্রিয় কবি। এক রাশ ভালো লাগা রেখে গেলাম।
একমাত্র উপর ওয়ালা পারে বিচার করতে...
ভালো,মন্দের সবই সংরক্ষণ করা আছে তাঁর খাতাতে...রূপকের আড়ালে সুন্দর ভাবনার প্রকাশ...ভালোলাগা রেখে গেলাম এক আকাশ।
ভালো থাকুন প্রিয় কবি।অফুরন্ত শুভেচ্ছা রইল।
ভারী চমৎকার মানবতাবাদী কবিতা।
শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
অনন্য আবেগময় অনুভূতির ছান্দিক উপস্থাপনা।
অপূর্ব মানবতাবাদী লেখনী শৈলী।
খুব ভালো থাকবেন, প্রিয় কবি।
শুভেচ্ছা অবিরত।
সুন্দর অণুতে মুগ্ধ হলেও - শেষ দুটি শব্দের অর্থে পোঁছাতে পারলাম না।
অনুভবে বুঝলাম - হতে পারে "নির্ভীক"।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
প্রিয় কবি আজকে কিছুটা ভিন্ন সাদের কবিতা উপহার দিলেন। অত্যন্ত সৃজনশীল শব্দপ্রয়োগ। শুভকামনা প্রিয় কবির প্রতি।
একদম ঠিক বলেছেন প্রিয় কবি, দারুণ লাগলো, শুভেচ্ছা চিরন্তন।
সুন্দর লেখা
দারুণ উপমায় মুগ্ধ করলেন কবি
জ্ঞানার্জনে সপ্ত ভুবন ফুঁড়ে
জলে বাতি সাত আসমান জুড়ে।
অসাধারণ কাব্যিকতায় অপূর্ব প্রণয়ন।
হার্দিক ভালোবাসা ও শুভকামনা জানাই সুস্থ ও সুন্দর থাকুন সবসময়।
চমৎকার রূপকে মানবতাবাদী ভাবনার কবিতা, ভাল লাগলো , প্রিয় কবির জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা ।
ইল্লিয়্যীন সপ্তম আকাশে আরাশের কাছে এক স্থানের নাম।
নতুন কিছু সৃষ্টিতে আপনার ভাবনা লাজওয়াব।
শুভকামনা কবিবর।
দারুণ রূপকে গভীর তাৎপর্যপূর্ণ মানবতাবাদী কবিতা! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
রূপকে ভারি চমৎকার কাব্য লিখন। শুভকামনা চিরন্তন প্রিয় কবি।
চমৎকার মানবতাবাদী রূপক। হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় কবিবর। ভালো থাকুন আর সুস্থ থাকুন সবসময়।
সুন্দর ও সুশোভন সাহিত্য।
অপুব রচনা শৈলী। অপুব ভাল বাসা রইল।
অসাধারণ মানবতাবাদী অনুকবিতা