ইন্দুর (রম্য)
বোরহানুল ইসলাম লিটন
================



লোকে বলে ইন্দুর
বাঁদরের ভাই,
মিস কলে বেশ পটু
জুড়ি তার নাই।


ঘোরাঘুরি সবখানে
নেই রাত দিন,
তাল ছাড়া নেচে চলে
ধিন তা না ধিন।


বাক্সতে পেটরাতে
চাপা আর চিপা,
অবিরাম কেটে চলে
নেই তার কৃপা।


জামা আর শাড়ি কাটে
কুটি কুটি বই,
দরবারে বসে করে
হৈ হৈ রৈ।


ফুল প্যান্ট হাফ করে
গেঞ্জিকে মালা,
লাফ দিয়ে কেড়ে নেয়
দুধ ভাত থালা।


পানি ভরা কলসিতে
চাউলের হাড়ি,
সখ্যতা করে বেশ
ঘুরে বাড়ি বাড়ি।


উৎপাত সুখে দুখে
মুখে মুখে নাম,
ইন্দুরে দেশ ভরা
নামেতে ই দাম।


******************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০২/২০২০ইং।