জাগ্ রে আমার ত্রাণ!
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


জাগ্ রে আমার ত্রাণ!
ভাই মরে রোজ পশুর হাতে
একটু কি ঘাত পাস্ নে আঁতে!
ক্যান তবে আজ থাকিস ভুলে
আল্লাহ নবীর শান!
ভাই মরে রোজ পশুর হাতে
থাকতে দেহে প্রাণ!


গর্বে সেজে মোহের গোলাম
ফেলতে রঙিন শ্বাস,
আজ তবে কি গেছিস ভুলে
কার ছিলি তুই দাস!
হার যদি হয় শেষের দিনে
ছাড়বে কি তোর ভবের ঋণে!
ক্যান তবে তার দ্বীনের পথে
মন করে আনচান!
ভাই মরে রোজ পশুর হাতে
থাকতে দেহে প্রাণ!!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫-০৫-২০২১ইং।