জানতে বাসনা জাগে
==========================@@@


জানতে বাসনা জাগে ও হে সুনয়না!
ওখানে আছে কি গুড় নদী?
নীলিমার কোলে বসে সুহাসিনী মেঘ
স্বপন বুনে কি রাতে চুপি চুপি রোজ নিরবধি?


এখানে চন্দ্রিমা আঁকে নিশুতির বাট
বিহগীর দেখে অভিমান,
পাতার আড়ালে করে কদম্বের ফুল
বাড়াতে রূপের জ্যোতি ক্ষণে ক্ষণে রূপালী সিনান।


ঝোপের সদরে শুনে ডাহুকের গান
ষোড়শী লহরি গড়ে ভিত,
জোনাক বাতিতে জাগে আদরিণী ভেক
নীরব ডোবার জলে লিখে লিখে সোনালী অতীত।


মিহিন ধুলায় শুয়ে শেফালী বকুল
কেঁদে গায় বেহুলার সারি,
নির্ঘুম শ্যামারে দিতে সুখময় ক্ষণ
ওখানে থামে কি ভোরে হেঁকে হেঁকে কোন রেলগাড়ি?


===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৫/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন