যায় রে বলা!
===========================@@@


ঠাণ্ডু দাদু নিদের দেশে দরজা রেখে ফাঁক,
নাকখানি তার চলছে রচে ঘ্যাঙর ঘ্যাঙর ডাক।
গর্বে বলি ডাক দিয়ে দাও বেশ তো যতো বোঝা,
বুঝবে কে ভূত এই যে আমি ক্যামনে দেখাই মজা!


চান্দি থেকে চুল তুলে দুই চুপটি ঢুকে ঘরে,
সুড়সুড়ি দিই কর্ণে নাকে আবার আসি সরে।
এমনি ভাবে স্তব্ধ সে’ কাল করছি খোশে পার,
ও রে বাবা হুট করে ক্যান জাগলো অমন ঘাড়!


ক্ষণিক বাদে ঠ্যাং মেলে চোখ ডলছে যখন বসে,
শুধায় ডেকে ও দাদু আজ নিদ কে নিলো খসে?
যায় রে বলা! তক্ষনি তার ছুঁড়লো লাঠি সাঁই,
লাগলো কি না থাক সে কথা, চুপ কে র’বে ভাই!


===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/১০/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন