যেতে পারে তবু লীলাবতী!
======================@@@


যেতে পারে তবু লীলাবতী!


’এক সাথে যাবো ট্রেনে’
যেচে এক রেট,
কেটেছো কি দু’জনাতে
দু’খানা টিকেট?
’ফেলে গেলে!’ ভেবে পাছে
রাখো তা তোমারই কাছে
বোলো না তারিখ ক্ষণ
মেনে হবে ক্ষতি -
যেতে পারে তবু লীলাবতী!


মাতাল বাতাস সহ
বাদলের রোষে,
দু’ধারই নামতে পারে
ও’ পথের খসে।
’তখন!’ ভাবো এহেন?
এ যে নিশুতির ট্রেন,
আসবেই স্ব-সময়ে।
বিগড়ালে গতি?
যেতে পারে তবু লীলাবতী!


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/১২/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন