জিয়ারত
বোরহানুল ইসলাম লিটন
===================৥৥৥

কোথায় চলেছো ওহে পথচারী
ব্যস্ত দু’খানি পায়?
একটুখানি কি কবরের প্রতি
নেইকো তোমার দায়?

আমিও ছিলাম তোমারি মতোন
বুকে সীমাহীন আশ,
বিধাতার ডাকে সারা দিয়ে আজ
কবরে গড়েছি বাস।

ধরণীর বুকে চলিতে ফিরিতে
গোর পাইতাম যেথা,
বিনা অজুহাতে নীরবে দাঁড়িয়ে
দোয়া করিয়াছি সেথা।

আজিকে যাহারা রাত্রি দিবসে
এই পথে সদা চলে,
সালাম জানিয়ে দোয়া করে যায়
কেউ বা দু’ফোটা জলে।

আর কতো দিন তুমিও আসিবে
ডাকিবে যখন বিধি,
আজকের হেলা হবে না তো কভু
অনুতাপ নিরবধি?

হৃদয় তাড়নে করিতেছ যাহা
চলিতে রাত্রি দিন,
সমুদয় তাহা ফেরত পাইবে
রাখে না ধরণী ঋণ।

সময় থাকিতে ওহে ইনসান
ফিরাও তোমার মত,
চলনের পথে দেখলে কবর
করে যাও জিয়ারত।

====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১-০৮-২০২০ইং।