জীবের হিত
বোরহানুল ইসলাম লিটন
=======================@@@


অন্নহীনার দৈন্যতে কেউ ফেললে চোখের জল,
সজ্ঞানে তুই মন কখনো    বলিস না তা ছল।
চাস যদি তার বুঝতে জ্বালা
দেখ করে তোর  ওষ্ঠ গালা
দিন না যেতেই ভাঙবি তালা হারবে রে তোর বল,
অন্নহীনার দৈন্যতে কেউ    ফেললে চোখের জল।


ধন দিয়েছেন শ্রেষ্ঠ বিধি   মূল্যে জীবের হিত,
দান করে তা সাধ্য মতো গড়তে আপন ভিত।
কেউ না যদি বাসলো ভালো
সার হবে যে     অন্ধ কালো
সিন্দুকে কি জ্বলবে আলো কিংবা সাজে জিত?
ধন দিয়েছেন শ্রেষ্ঠ বিধি   মূল্যে জীবের হিত।


=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/১১/২০২০ইং।