জীবনের ধারে
[email protected]@@
রোজ যদি কারো ঢিলের জবাবে
পাটকেল ছুঁড়ো তুমি,
একদিন হবে দু’জনেরই মান
ভি.পি তালিকার ভূমি।
অবসাদ এলে তবুও ভেবো না
অযথা হলো এ খেল,
জেনো আড়ে কারো বিক্রি হয়েছে
মাখামাখি কদবেল।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
03/04/2022ইং।
@বোরহানুল ইসলাম লিটন
"মাখামাখি কদবেল" অভিনব। অভিনন্দন, সম্মানিত কবি।
রূপকের আড়ালে চমৎকার জীবনমুখী ভাবনার বিবিধ কবিতা
ভাল লাগলো ; শুভকামনা রইল।
রূপকে জীবনবোধের অসাধারণ কাব্য।
আন্তরিক শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
রূপকে চমৎকার কবিতা প্রিয় কবি। অশেষ শুভেচ্ছা।
ভি পি টা কী!! জানতে ইচ্ছে করে প্রিয় কবি। শুভকামনা রইল।
ভালো লাগার খুবই সুন্দর প্রকাশ
--- শুভ কামনা নিরন্তর ---
সর্বদা আপনি ভালো থাকুন সুস্থ থাকুন
ঠিকই, অবসাদ ক্ষণেও ফল কিছু মেলেই। হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
বাহ্ বাহ্! সংক্ষিপ্ত কিন্তু অসাধারণ কথাগুলো পড়ে বিমোহিত হলাম প্রিয় কবি!
অনেক ভালোলাগা রেখে গেলাম আপনার জন্য। শুভেচ্ছা একরাশ।
অসাধারণ,
এককথায় অসামান্য বাস্তব সমৃদ্ধ বক্তব্য।
লিখে যান কবি, মুগ্ধতা সহ শুভেচ্ছা রইলো।
চমৎকার জীবনবোধের অনন্য কবিতায় প্রিয় কবি। অপূর্ব! শুভকামনা নিরন্তর।
ভালো লাগার এক অসাধারণ প্রকাশ
--- শুভ কামনা নিরন্তর ---
আপনি সর্বদা ভালো থাকুন
একদম বাস্তব চিত্র তুলে ধরেছেন চমৎকার জীবনবোধের অনন্য কবিতায় প্রিয় কবি। অপূর্ব! শুভকামনা নিরন্তর।
সত্যের নির্যাস উঠে এলো প্রিয় কবির বলিষ্ঠ কলমে।
খুবই ভালো লিখেছেন, অনেক শুভ কামনা রইল।
রূপকে জীবনবোধে নিয়ে অসাধারণ কাব্য ! মুগ্ধ হলাম ! শুভকামনা রইল প্রিয় কবি ।
অপূর্ব রূপক কাব্য।মুগ্ধতা।কবিকে শুভ কামনা।
এভাবে যদি প্রেম জাগে সেটা অবশ্য দীর্ঘস্থায়ী হয়! অপূর্ব নান্দনিক উপস্থাপনা প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
বাঁচায় ,নীতিবোধের অপূর্ব বাণী , মুগ্ধ ।
সুন্দর জ্ঞানবান রূপক কাব্য,
প্রিয় কবিকে অশেষ শুভেচ্ছা জানাই । ভাল থাকুন অহরহঃ ।