জীবনের পথে
[email protected]@@
বয়স তো ভাই অনেক হলো, যায় কি রাখা ধরে!
ক’দিন বাদেই হয়তো বা যম জানটা নিবে হরে।
হয়নি আজও কিছুই কেনা
গুনছি তবু কালের দেনা
চাওয়া পাওয়ার রজ্জুতে রোজ গিট্টু নতুন গড়ে।
মন জেনে কি থামছে ক্ষণিক বাস্তবতার দোরে!
যদি ভাবি হোক না জীবন সবুজ গাছের সাড়া,
কেউ পেরেছে রাখতে তারে যত্নে চির খাড়া!
লোভ লালসার ধূর্ত মতি
শুনেই সাজে তালের পতি
ভাঙা ঢোলেই গড়তে সে ফের ঠুমরি গানের তাড়া।
চাইলে কি আর যায় গো রুখা চঞ্চলা সেই ধারা!
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
02/04/2022ইং।
@বোরহানুল ইসলাম লিটন
দারুণ প্রকাশ৷
সঠিক কথা।সময় নিজের মনে এগিয়ে
যায়।কেউ ধরে রাখতে পারে না
ভালো লাগে
কে আর ধরে রাখতে পারে জীবন এর গতি!
খুব ভালো ভাবনা আর কবিতা!
কেমন আছো ভাই?
ভালো থাকো সব সময়।
শুভকামনা রইল সাথে।
কবিতায় আমি নিয়মিত নই।
আপনি আমাকে অনেক ভাবান। এই ভাইভ পাই যে আপনি বিশ্বাস অন্তঃকরণে গভীরভাবে ধারণ করেন। আবার আপনার সৃষ্টিশীল কবিসত্তা আমাকে বলে "আরো কথা আছে"।
শুভকামনা সতত, সম্মানিত কবি।
অনন্য প্রকাশ! সবসময়ের মত মুগ্ধতা রইল কবি।
শুভেচ্ছা সতত।
জীবনের গতি কেউ কোনো দিন ধরে রাখতে পারেনি কবি ! বয়স ও জাগতিক নিয়মেই বেড়ে চলবে !সুন্দর প্রেক্ষাপট ! প্রিয় কবিকে অফুরান
শুভেচ্ছা জানাই ! ভালো থাকুন !
চাওয়া পাওয়ার রজ্জুতে রোজ গিট্টু নতুন গড়ে...
অসাধারণ। হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
দারুণ আবেগঘন আধ্যাত্মিক জীবনমুখী ভাবনার বিবিধ কবিতা
ভাল লাগলো ; শুভকামনা রইল।
ভারী সুন্দর বোধের কবিতায় পেলাম
আধ্যাত্মিকতার মোলায়েম ছোঁয়া।
খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
অপূর্ব উপস্থাপন ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। শুভ দুপুর প্রিয় কবি
অসাধারণ প্রকাশ, শুভ কামনা ৷
আমি তো ভাই মাটির মানুষ
এই আছি এই নাই
তাই প্রেমের বেলায় শুকনো আঁটি
খাবার বেলা ছাই
কেবল পদ্যলিখি গদ্যাকারে
পাঠক কোথাও নাই
নিজের লেখা নিজেই পড়ি
নিজেরই গান গাই।
দারুণ বোধ উদয়ের কবিতা.
জীবনবোধের , সুন্দর , জীবন গতির ভাব মূর্ছনা , অপূর্ব কাব্য ভাব প্রকাশ, মুগ্ধ ।
হার্দিক শুভেচ্ছা প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
ধর্মীয় আচ্ছাদন সমৃদ্ধ অনন্য সুন্দর অনবদ্য ছান্দসিক কবিতা পাঠে মন ভরে গেলো প্রিয় কবি। অপূর্ব! শুভকামনা নিরন্তর।