যদি পাই ছোট্টবেলা!
====================@@@


খোঁজ করি সেই ছোট্টবেলা
ছিঁচকাঁদুনে মেঘে,
থাকবো ভেবে ধুল মাখা গায়
গুলতি নিয়ে জেগে।


দোল খাবো রোজ চুপটি ঝুলে
চললে গরুর গাড়ি,
নেংটা হয়ে ছটফটে খাল
সাঁতরে দিবো পাড়ি।


ছাগ বেঁধে এক ক্ষেতের আ’লে
উঠবো আমের গাছে,
কাঠ ফাটা রোদ রাখবো ঢেকে
দাদীর ঘরের পাছে।


কিচ্ছা গানের সেই যে দাদু
যতোই ছড়াক হাসি,
সুযোগ পেলেই জল ভরে তার
নৌকা দিবো ভাসি।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০১/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন