যদি পারি
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
উড়বো আমি নীল গগনে
চিলের ডানার ভর করে,
থাকবো চাঁদের বুড়ির ঘরে
হোক তবু তা নড়বড়ে।
লাখ তারোকায় স্বপ্ন বুনে
তুলবো গড়ে বুকটাকে,
ঘুম যদি দেয় পাক প্রকৃতি
বজ্রে দিব ডাক তাকে।
কাল নিশিতে চন্দ্র হয়ে
জ্যোৎস্না দিব সব ঢেলে,
ঘুরবো সবার হৃদ মাঝারে
রামধনুকের রঙ খেলে।
চোখ দুটি শেষ ক্লান্ত হলে
বাও আঁধারের হিম চুমে,
দিন দু’চারি করবো গত
মেঘের আড়ে এক ঘুমে।
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/১১/২০২০ইং।