যদি তুমি চাও
বোরহানুল ইসলাম লিটন
=======================@@@


চাও যদি আজ ঘুরবো দু’জন, মোষ বাথানের ঝিলে,
কিংবা যাবো ধানসিড়ির ওই, নীল সবুজের বিলে।
আস্তে ধীরে বৈঠা মেরে
সুর গানে গল কণ্ঠ ছেড়ে
লাল শালুক আর শাপলা ধরে, তুলবো দু’জন মিলে।


চাইলে দিব হাত দু’ ভরে, ঢ্যাঁপ ক’খানা তুলে,
কিংবা মাথার কেশ সাজিয়ে, পান কচুরীর ফুলে।
ঘাস ফড়িং এর টোপটা পেলে
ধরবো ক’ মাছ বরশি ফেলে
গড়লে বেলা সূর্য হেলে, নাও বেঁধে ধার কুলে।


জমলে দেখে মেঘ কালো ওই, চাইলে করে দেরি,
মাছ শালুক আর ঢ্যাঁপতে আঁচল, ভরবো তাড়াতাড়ি।
দুষ্টুমী গান মগ্নে গেয়ে
বৃষ্টিতে শেষ লগ্নে নেয়ে
ইচ্ছে মতো নৌকা বেয়ে, ফিরবো সাঁঝে বাড়ি।


=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/০৯/২০২০ইং।