যুগল সিনকেইন (বাটারফ্লাই)
======================@@@


(১) শিশির


               শিশির,
           হোক না ছোট
         ঠিক মৌসুমে নেমে
      নিজকে ক্ষয়েই বৈঠা ধরে
               কৃষির,
      দিবস দেখে হিংসা করে
         সম্মতি দেয় কে সায়?
            জানছি তা নয়
               নিশির।



(২) ডাগর


               সাগর,
            বুকের ভূমে
         গড়লে নিতি ক্ষত
     চাইলে ক’জন জ্বালতে পারে
               আগর,
     একটু র’লেই বাক হারা ছায়
          ছিন্ন স্মৃতির পটে
            ভাসলে আঁখি
               ডাগর?


======================@@@


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/১০/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন