কাব্য নয় গল্প!
[email protected]@@
বলবো ভাই এ গল্প সেধেই কাব্য রেখে ফেলে,
ওই পাড়ার এক পাগলী আছে নেই কোন তার ছেলে।
বর ছিলো আশ দুঃখ সুখের আজ সে চাঁদের বাসি,
মা গেছে তার অনেক আগে বয়স হলেই আশি।
ভিক্ষে করেই দিন কাটে তার জপে বিধির নাম,
ভাবেই না কেউ শুনলো না সুর দিলো ক্ষণিক দাম।
তিন বেলা ভাত পায় না ও’ পেট শুকনো পাতায় মুখ,
দাবড়ে ঘুরে রোজ তবু তার রুক্ষ চুলের সুখ।
ধন শুধু এক টালির চালা কিঞ্চিতও নেই খ্যাতি,
তারই তলে ঘুম যেচে নেয় মলিন আঁচল পাতি।
সাঁঝের বাতি জোনাক জ্বালে নয়তো বা চাঁদ হেসে,
গান শুনে চায় বন্য মশক হয়তো ভালোবেসে।
কেউ জানে না কবে ছিলো ছিন্ন তোষক তার,
বুঝেও কুকুর দেয় পাহারা বিড়াল চুমে দ্বার।
ঝঞ্ঝা বা ঝড় যখন গড়ে তেরছা চালার সাজ,
হুতোম ভাবে ক্যান ও ঘরে ইঁদুর চালায় রাজ!
দেয় যদি কেউ একটু খাবার হোক না মেনে ক্ষতি,
মুখটিতে তার ঝলকে উঠে ডাঁশা ফলের জ্যোতি।
এমনি ভাবেই দিন কেটে যায় দিলাম সবই তুলে,
রইল শুধু নাম বাকী আর জন্মটা কোন কুলে।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৪/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
কবিতায় এক দীনহীন ঘরহারা অসহায় মানুষের করুন কাহিনী তুলে ধরেছেন।
সমাজ বঞ্চিত মানুষের নিদরুন কস্টগুলো কবিতার শব্দে হয়ে উঠেছে জীবন্ত!
কস্টের কবিতা। কবির জন্য রেখে গেলাম অনাবিল শুভেচ্ছা।
ভালো থাকুন সম্মানিত কবি।
মানবতাবাদী ভাবনায় হৃদয় ছুঁয়ে যাওয়া অপূর্ব কাব্যিক প্রকাশ । ভালোলাগা অপরিসীম । শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
খুবই চমৎকার একটি জীবনমুখী লিখী
উপস্হাপনা করে গেলেন প্রিয় কবি।
কবিতা পাঠ করে বেশ মুগ্ধ হলাম।
অনেক অনেক প্রীতি ও
শুভেচ্ছা রইল।
দারুণ আবেগঘন জীবনমুখী ও মানবতাবাদী ভাবনার চমৎকার কবিতা, ভাল লাগলো ; শুভকামনা রইল।
নান্দনিক উপস্থাপন ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আমি আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ রাত্রি প্রিয় কবি
দারুন।সুন্দর মর্মস্পর্শী কাব্য
বেস্ট 🔥
অসাধারণ লিখেছেন সম্মানিত কবি। অনবদ্য! শুভকামনা নিরন্তর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অন্তহীন কষ্টের নান্দনিক প্রকাশ। শুভকামনা সতত, সম্মানিত কবি।
জীবনবোধের , দারুণ কাহিনী ,অভিজ্ঞতার বর্ণন ।
মুগ্ধ , সুন্দর কাব্যে ।
অশেষ শুভেচ্ছা , ভাল থাকুন ।
সুন্দর!
মানবতা কেঁদে ফেরে আজ খাতায় কলমে,
এরা কেউ রাখেনি বিশ্বাস দরদী মলমে।
হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
মানবতাবাদী ভাবনার অনন্য সুন্দর জীবন কথা পড়ে মনে দাগ কেটে গেলো প্রিয় কবি। চমৎকার কাব্যিক রূপায়ণ। ভালো থাকবেন সবসময়।
তবুও মানুষ বেঁচে থাকতে চায় এ নষ্ট অবনীতে!
ক্ষণিকের নীড়ে অসহায়দের নেই কোন শান্তি।
হায় মানবিকতা! হায় মানুষের ঈমান!
কেউই আমরা নেই কারো বিপদে!
আবেগঘন অনন্য কবিতায় আপ্লুত হলাম।
খুব, খুবই ভালো লাগল প্রিয় কবি।
অনেক শুভ কামনা রইল।
মানবিক ভাবনা এবং জীবন বোধের আপূর্ব নান্দনিক উপস্থাপনা! দারুণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অভাগিনী দিব্যি আছে, ভাঙা কুটির ছায়ে,
বিড়াল কুকুর, হুতুম আছে, তার ঐ ভাঙা নায়ে।
বড় কে তার ঐ মারলো কবি মা'কেও দিল জলে
ইঁদুর ছুঁচোর ঘর বানালো, যাবেই এবার জেলে।
মানবিক ভাবনায় জীবনবোধের গভীর অনুতাপের কবিতা।
সব সময় ভালো থাকুন প্রার্থনা প্রিয় কবি।
জীবনবোধের , করুণ কাহিনী ,অভিজ্ঞতার বর্ণন ।
মুগ্ধ , সুন্দর কাব্যে ।
অশেষ শুভেচ্ছা , ভাল থাকুন সদা, প্রিয়কবি ।
সুন্দর অনুভব কবি দা আগাম ঈদের শুভেচ্ছা রইল
ঈদ মোবারক
ভাল ও সুস্থ থাকবেন
খুব ভাল লিখলেন প্রিয় কবি ।শুভেচ্ছা রইলো ।
বেশ মনোমুগ্ধকর মানবতাবাদী ও জীবনবোধের এক সংমিশ্রণ কবিতা। অসাধারণ শব্দ চয়ন। খুব ভালো লাগলো কবিবর। শুভ সকালের একরাশ শুভেচ্ছা রইল।