কাকস্য সম্প্রীতি
=========================@@@


অটল বান্ধব বেশে প্রকৃতিতে থাকি
ভুল কিছু নাকি?
সেদিন বললো ডেকে পাকুড়ের কাক
কর্কশ স্বরের মান ভাবেনি কে খাক?
অথচ স্বভাবে পেলে চড়ুই শালিক -
সুবোধও খুশিতে বলে
ষোল আনা খাঁটি নাগরিক।


বেঁধেছে আজি এ ক্ষণে নীরদেরা ভেলা -
শ্যামলা মাঠেরে দিতে
হয়তো বা তা-ছায়ের খেলা,
কি বুঝে কালের স্রোত নিয়েছে তা ঘাড়ে?
ভাবি আমি তারে -
মননে-খননে হলে চির সে প্রকৃতি
বুকে পেতো কাকস্য সম্প্রীতি।


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০৪/২০২৪ইং।



@বোরহানুল ইসলাম লিটন