কাঁদো কেনো সুরবালা!
====================@@@

কাঁদো কেনো সুরবালা!
হয়েছে কি কারো কথার আঘাতে
অন্তর ফালা ফালা!

দ্যাখো না যখন হাসে জমে মেঘ
ষোড়শী সুতার মতো,
দেয় না কি তার বক্ষটা চিরে
বিজলী সে অবিরত!

নব সাজে তরু ফুল ফল বয়ে
আশায় যদি বা মাতে,
বৈশাখী ঝড় নাশ করে তারও
স্বপ্ন যা পদাঘাতে!

কাঁটার আঘাত সয়ে গো পিয়ারি
নীরবেই গাঁথে মালা,
জেনে বুঝে তুমি বলো তো ব্যাকুলে
কাঁদো কেনো সুরবালা!

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/০৭/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন