কে বলে!, দিনের শেষে ও
হয়তো এমনই হয় (তিনটি অণু)
=========================@@@


(১) কে বলে!


কে বলে সিন্ধুর নেই বাঁচবার সাধ
বাজে না পাঁজরে তার নিশুতিতে বিরহের গান?
পাথরেরও চোখ আছে স্বপনও সে দ্যাখে
একদিন ছিলো বলে তাজা বুকে সুফলা জবান!


(২) দিনের শেষে


আশার পসরা মেলে বানিয়ার নাও
র’লেও ব্যাকুলে জেগে দামে-দরে ছায়া ঘেরা ঘাটে,
সমস্ত দিনের কথা হেরে অবেলায়
রাতের উদরে যেতে নুয়ে পড়ে গোধূলির বাটে।


(৩) হয়তো এমনই হয়


হয়তো এমনই হয় জীবনের ধারা
না থেকে যতনে জেগে আপনার কিছু কাছাকাছি,
সুখের আশায় রোজ দুঃখকে কিনে
যেচেই খুশিতে বলা ‘ভালো আছি খুব ভালো আছি!’


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন